1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
বুধবার, ০৮ মে ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে টাকার অভাবে আইসিবি ইসলামী ব্যাংক ৩ ঘন্টা তালাবদ্ধ দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত রাজশাহীতে অপহরণ পূর্বক ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রাজশাহীতে অকটেন কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ১০ দশ হাজার টাকা জরিমানা রাজশাহীতে ৩ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার প্রার্থীর পক্ষে গোপন বৈঠক,৫ প্রিসাইডিং অফিসার গ্রেপ্তার সিরাজগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ রাজশাহীতে আট অপহরণকারীকে গ্রেপ্তার নাবালিকা কন্যা শিশু হত্যার রহস্য উন্মোচনঃ ঘাতক মায়ের স্বীকারোক্তি

মৌলভীবাজারে পুলিশ লাইন্স প্যারেড পরিদর্শনে অতিরিক্ত আইজিপি 

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১১ বার নিউজটি পড়া হয়েছে
মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে প্যারেড পরিদর্শন করেছেন অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স)  আবু হাসান মুহম্মদ তারিক বিপিএম ।
শুক্রবার সকালে  অতিরিক্ত আইজিপি পুলিশ লাইন্সে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান মৌলভীবাজার জেলা পুলিশ সুপার  মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) ।
 সকাল ০৮  ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে প্যারেড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  মোহাম্মদ সারোআর আলমের নেতৃত্বে মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত ৬টি কন্টিনজেন্ট, পতাকাবাহী দল ও ব্যান্ডদলের মনোমুগ্ধকর প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক বিপিএম ।
এসময় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে  অতিরিক্ত আইজিপি  বলেন, “বাংলাদেশ পুলিশ বাহিনী এখন অনেক এগিয়েছে। পুলিশ সদস্যদের সুযোগ সুবিধাও অনেক বৃদ্ধি করা হয়েছে। সব কিছুর উদ্দেশ্য একটাই- সাধারণ মানুষের কল্যাণের জন্য পেশাদার পুলিশ সদস্য প্রস্তুত করা। আমার বিশ্বাস আপনারা স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ হিসেবে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করবেন।”
প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে  অতিরিক্ত আইজিপি  পুলিশ লাইন্স ড্রিল শেডে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  সুদর্শন কুমার রায়ের (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)এর  সঞ্চালনায় বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার পুলিশ সুপার  মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।
বিশেষ কল্যাণ সভায় মৌলভীবাজার জেলা পুলিশের সকল থানা ও অন্যান্য ইউনিটের ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
কল্যাণ সভায় জেলা পুলিশের সদস্যগণ  অতিরিক্ত আইজিপি  নিকট পুলিশিং নিয়ে তাদের বিভিন্ন চ্যালেঞ্জ এবং দাবিদাওয়া পেশ করেন।
 অতিরিক্ত আইজিপি  পুলিশ সদস্যদের বিভিন্ন মতামত ও দাবিদাওয়া মনোযোগ দিয়ে শুনেন এবং বিষয়গুলো বাংলাদেশ পুলিশের সক্ষমতা অনুযায়ী বাস্তবায়নের আশ্বাস দেন।
এর পাশাপাশি  অতিরিক্ত আইজিপি  মৌলভীবাজার জেলা পুলিশের রিজার্ভ অফিস, ডি স্টোর, সি স্টোর, অস্ত্রাগার, মোটরযান শাখা, রেশন স্টোর, পুলিশ হাসপাতালসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)  মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল)  আনিসুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel