দিনাজপুরের বীরগঞ্জে নাগরিকদের অধিকার দাবি-দাওয়া নিয়ে নির্বাচন পরবর্তী চেয়ারম্যান ও মেম্বারদের সাথে সাধারণ জনগণের সংলাপ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে ১১নং মরিচা ইউনিয়ন পরিষদের হলরুমে রেজিলিয়েন্স টু ইকোনমিক ভোলাটিলিটি অফ ইন্বিজিনাস এ্যান্ড ভালনারাব্ল পপুলেশন্স থ্রো এম্পাওয়ারমেন্ট (রিভাইভ) প্রকল্পের আওতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নে হেক্স/ ইপার এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। মরিচা ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল এর সভাপতিত্বে ও ইএসডিও এর উপজেলা অফিসার মোছা. মোসলেম খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, ইউপি সদস্য অজিবুল ইসলাম সহ সকল ইউপি সদস্য, স্থানীয় সুধী সমাজের ব্যাক্তিবর্গ। এসময় প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন ও সমস্যা নিয়ে গুরুতর আলোচনা হয়।
এ জাতীয় আরো খবর ....