মৌলভীবাজারের জুড়ীতে মাটির হাড়িপাতিল ব্যবসার আড়ালে গাঁজা ও ইয়াবা বিক্রি করে আসছিলেন আকরাম হোসেন নামে এক হাড়িপাতিলের দোকানদার। আকরাম হোসেন তার হাড়িপাতিলের দোকানে বিভিন্ন সাইজের গাঁজার স্টিক তৈরি করে মাদক সেবীদের কাছে বিক্রি করত এবং দোকানে বসে গাঁজা ও ইয়াবা সেবনের জন্য গাঁজার কল্কিসহ বিভিন্ন সরঞ্জাম রাখতো। গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ আকরাম হোসেনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
রোববার (২৮ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে জুড়ীর কামিনীগঞ্জ বাজারের লামাবাজার থেকে হাড়িপাতিলের আড়ালে মাদক বিক্রেতা আকরাম হোসেন, গৌদম সূর্যবংশী দিবা ও সিহাব মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় আকরামের মাদকের আস্তানা থেকে ৪০০ গ্রাম গাঁজা ও ১৭ পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা। এছাড়াও বিভিন্ন সাইজের গাঁজার স্টিক ও মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করে পুলিশ।
জুড়ী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন জানান, হাড়িপাতিলের ব্যবসার আড়ালে আকরাম হোসেন তার দোকানে ২৫ গ্রাম, ১২ গ্রাম ও ৫ গ্রাম ওজনের গাঁজার স্টিক তৈরি করে বিক্রি করত। তার দোকানে বসে গাঁজা সেবনের জন্য কল্কি ও ইয়াবা সেবনের সরঞ্জাম রেখে মাদক সেবীদের নিয়ে মাদকের আসর বসানোসহ বিক্রি করে আসছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে। আকরাম হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার (২৯ মে) সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।