ঢাকাTuesday , 9 December 2025
  • অন্যান্য
  1. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কলারোয়া থানা ও সরশকাটি পুলিশ ক্যাম্প  পরিদর্শন করেন- পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল

Link Copied!

৯ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলার কলারোয়া থানা ও সরশকাটি পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার  মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়।
পরিদর্শনকালে সর্বপ্রথম কলারোয়া থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার মহোদয়  অত্র থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন।
পুলিশ সুপার  সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে অবাদ, সুষ্ঠ ও বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহনযোগ্য নির্বাচন। এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে বাংলাদেশ পুলিশের সকল অফিসার ও ফোর্স। এছাড়াও জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ নির্মান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),  মোঃ শাহীনুর চৌধুরী, অফিসার ইনচার্জ, কলারোয়া থানা,  এইচ এম শাহীন সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।