রাজশাহী জেলার বাঘায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৬ গ্রাম হেরোইনসহ ২জন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, ১। রব্বেল হোসেন, সে বাঘা উপজেলার গাওপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে ২। মৃদুল হোসেন, সে বাঘা থানার কলিগ্রামের রফিকুল ইসলামের ছেলে। শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার করা হেরোইন তারা বিক্রির উদ্দেশ্য নিজ হেফাজতে রেখেছিল।
সহকারি পদির্শক (এসআই) শাহরিয়ার আলম জানান, শুক্রবার (২৬ জানুয়ারী) রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রব্বেল হোসেনের নিকট হতে ১৫ গ্রাম ও মৃদুল হোসেনের নিকট হতে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। প্রতিগ্রাম হেরোইনের আনুমানিক মূল্যে ৩ হাজার টাকা হিসেবে উদ্ধার করা হেরোইনের মূল্যে ধরা হয়েছে ৭৮,০০০/- (আঠাত্তর) হাজার টাকা মাত্র।
এ বিষয়ে বাঘা থানা তদন্ত অফিসার সবুজ রানা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।