সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে দুই শতাধিক দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বেলকুচি প্রেসক্লাব। সোমবার (২২ জানুয়ারী’) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের বাস্তবায়নে ও বেলকুচি প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া।
এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, দপ্তর সম্পাদক আবু মুছা, প্রচার সম্পাদক পারভেজ আলী, কোষাধ্যক্ষ সবুজ সরকার, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জ্বল অধিকারী, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, সদস্য টুটুল শেখ, ফারুক সরকারসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।’