কুষ্টিয়া মিরপুর উপজেলার হালসা খাদ্য গুদামে ২০২৩-২০২৪ অর্থবছরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে ৷
মিরপুর খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে হালসা খাদ্য গুদাম প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার ৷
হালসা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের পারিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিন্নাত জাহান, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল সাইফুল, আমবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন মুসা, এইচ পি এগ্রোফুড ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক হারুন অর রশিদ, ডাঃ রাশেদুজ্জামান পলাশ, ঠিকাদার আহাম্মদ আলী প্রমূখ ৷