যশোরের মণিরামপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল হাকিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার দুর্বাডাঙ্গা বাজার-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল হাকিম দুর্বাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, আজ সকালে হাকিম দুর্বাডাঙ্গা বাজারের অদূরে মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।