1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

নড়াইলে -২ আসনে মাশরাফির পক্ষে মনোনয়ন পত্র জমা দিলেন স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীরা

কৃপা বিশ্বাস, নড়াইল প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৭৭ বার নিউজটি পড়া হয়েছে

উৎসবমুখর পরিবেশে নড়াইল-২ আসনে মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মাশরাফীর পক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।

 

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচীন কুমার চক্রবর্তী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম নবী, লোহাগড়া আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মুন্সি ও মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজা স্বপন প্রমুখ।

 

 

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজা স্বপন বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্রিকেট তারকা মাশরাফীকে নড়াইল-২ আসনের নৌকা প্রতীক দিয়েছেন। আমরা আগামী জানুয়ারির ৭ তারিখে উৎসবমুখর পরিবেশে নৌকা প্রতীকে মাশরাফীকে বিপুল ভোটে বিজয়ী করে আনব।

 

এ সময় দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কায় ভোট দিতে তিনি সবাইকে আহ্বান জানান।

 

মনোনয়নপত্র জমাদানকালে রিটার্নিং অফিসারের কার্যালয় চত্বরে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel