সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হান সোহাগ।
বুধবার (২২ নভেম্বর) বিকেলে জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন তিনি।
জহির রায়হান জানান, বিকেলে সংবাদ সংগ্রহের কাজে দামুড়হুদা এলাকায় যাচ্ছিলেন। এ সময় জুড়ানপুর এলাকায় পৌঁছালে একটি ছাগল দ্রুত ছুটে এসে মোটরসাইকেলের সামনে পড়ে। এতে মোটরসাইকেল নিয়ে সড়কের ওপর আছড়ে পড়ে গুরুতর আহত হন তিনি। একই সময় একটি ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়।
তখন জ্ঞান হারিয়ে ফেলেন জহির। মাথা, চোয়াল, গলা, পিঠে ও পায়ে গুরুতর আঘাত পান তিনি। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন তিনি। নিজের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন জহির।