1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে সড়ক ও জনপদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ রাজশাহীতে হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক- ৮ সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সভা মাছের উৎপাদন বৃদ্বিতে সুন্দরবনে প্রকল্প হাতে নিয়েছে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য আটক  সুনামগঞ্জের দোয়ারাবাজারে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে কম্বল ও খাবার প্রদান সিরাজগঞ্জে জুতার ভিতরে হেরোইন পাচার কালে যুবক গ্রেফতার ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশে সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদার সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুইজন আটক

হলুদ খামে গুলতেকিনকে হুমায়ূন আহমেদের শেষ চিঠি

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৮৪ বার নিউজটি পড়া হয়েছে

কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদকে ভালোবেসে বিয়ে করেছিলেন গুলতেকিন খান। দাম্পত্য জীবনের ত্রিশ বছর পর বিচ্ছেদ হয় এই জুটির। গুলতেকিনকে ডাকযোগে একটি হলুদ খামে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। প্রায় দুই দশক আগের সেই দিনের ঘটনা এক ফেসবুক পোস্টে তুলে ধরেছেন গুলতেকিন খান।

তিনি সোশ্যালে বিচ্ছেদ নোটিশের সেই খাম ও নোটিশটি পোস্ট করে লিখেছেন, এ ধরনের হলদে খামে চিঠি আসলে আমার মেয়ে শীলা বলত, এগুলো তোমাকে লেখা প্রেমপত্র। শীলার বাবার লেখা আত্মজীবনীমূলক বই পড়ে অনেকেই আমাকে চিঠি লিখত।

২০০৪ সালের ৬ জুন হলুদ খামে তালাকের নোটিশ আসার কথা উল্লেখ করে গুলতেকিন লেখেন, জুন মাসের ৬ (২০০৪ সালের) তারিখে স্কুল থেকে ফিরতেই শীলা বলল, “তোমার একটা প্রেমপত্র এসেছে।” আমি খামটি খুলতে খুলতে সিড়ি বেয়ে ওপরে উঠছিলাম, ওপরে উঠে চিঠিতে চোখ রাখতেই বের হয়ে আসল একটি কাগজ।

 

 

এদিকে গুলতেকিনের পোস্ট করা নোটিশে দেখা যায় হুমায়ূন লিখেছিলেন, বিবাহের পর থেকেই তাহার সহিত আমার কোনোমতেই বনিবনা হইতেছে না। ভবিষ্যতেও বনিবনা হইবার কোনোরূপ সম্ভাবনা না থাকায় আমি অপারগ।

 

 

এ ছাড়া এ পোস্টের নিচে একটি মন্তব্যও করেন গুলতেকিন খান। সেখানে তিনি লেখেন, আমার সঙ্গে তার কোনোরকম বিরোধ নেই। আমি তাকে নিয়ে এখন পর্যন্ত একটিও নেগেটিভ কথা কারো কাছেই বলিনি। এটি আমার স্বভাবের সঙ্গে যায় না।

 

 

আবার অন্য একটি মন্তব্যে তিনি লেখেন, আপনারা অনুগ্রহ করে প্রয়াত হুমায়ূন আহমেদ সম্পর্কে নেতিবাচক কিছু লিখবেন না বা মন্তব্য করবেন না। তিনি আমার সন্তানদের বাবা। তারা (সন্তানরা) তাদের বাবাকে ভালোবাসে। দয়া করে তাদের আঘাত করবেন না।

 

 

প্রসঙ্গত, ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নের তরুণ শিক্ষক হুমায়ূন আহমেদের সঙ্গে বিয়ে হয় কিশোরী গুলতেকিনের। এ সংসারে এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। গুলতেকিনের সঙ্গে বিচ্ছেদের দুই বছর পর ২০০৫ সালে অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনকে বিয়ে করেন হুমায়ূন আহমেদ।

 

 

এদিকে গুলতেকিন ২০১৯ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কবি আফতাব আহমদকে বিয়ে করেন। গুলতেকিনের এ স্বামী গত বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel