শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৩শ লিটার চোলাই মদসহ পরিমল কর্মকার নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত পরিমল কর্মকার জাগছড়া চা বাগানের ১৩নং শ্রমিক বস্তির দোষাদ কর্মকারের ছেলে।
শুক্রবার (৭ জুলাই) দিনগত রাতে শ্রীমঙ্গল থানার এসআই রাকিবুল হাসান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগান এলাকা থেকে ৩শ লিটার চোলাই মদসহ মাদক কারবারি পরিমল কর্মকারকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, দেশীয় চোলাইমদসহ গ্রেপ্তারকৃত মাদক কারবারি পরিমলের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার (৮ জুলাই) সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, শ্রীমঙ্গলকে মাদমুক্ত করতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে শ্রীমঙ্গল উপজেলা জুড়ে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে।