রাজশাহী নগরীর নওদাপাড়ায় নকল কসমেটিকসের কারখানায় অভিযান চালিয়েছে রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মাসুদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রাজশাহী ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মাসুদ আলী।
তিনি জানান, রাজশাহীর নওদাপাড়া দেশী-বিদেশী বিভিন্ন নকল কসমেটিকস তৈরীর দায়ে বিএসওয়াই কসমেটিকস এবং টয়লেট্রিজ এর স্বত্ত্বাধীকারী শাহমুখদুম নওদাপাড়া এলাকার ইউসুফ কে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে বিপুল নকল কসমেটিকস ও মালামাল ধ্বংস করা হয়।