মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামে হাইওয়ে রাস্তার পাশ থেকে এক ব্যক্তির পা ও গলাকাটা লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
খবর পেয়ে মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি সিরাজনগর গ্রামের শান্তিপাড়া এলাকার মৃত বারিক মিয়ার ছেলে জামু মিয়া।
শ্রীমঙ্গল থানার এসআই মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পোস্টমর্টের জন্য মর্গে প্রেরণ করা হবে। উদ্ধারকৃত লাশের পায়ে ও গলায় কাটার চিহ্ন রয়েছে বলেও তিনি জানান।
এ জাতীয় আরো খবর ....