রাজশাহী জেলা, পুঠিয়া উপজেলার ১ নং সদর ইউনিয়নের পক্ষ থেকে গত ১৯/০৬/২০২২ খ্রিঃ গণশুনানি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে
কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ই এএলজি) প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদে গণশুনানি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ০১ নং পুঠিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা মোঃ আশরাফ খান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু হেনা মোস্তফা কামাল, ডি এফ (ই এএলজি) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ রাজশাহী । এসময় উপস্থিত ছিলেন সকল ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ, ইউপি সচিব, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের সাধারণ জনগণ।
এই গণশুনানি অনুষ্ঠানে পুঠিয়া ইউনিয়নের সকল ওয়ার্ড এর জনসাধারণ বিভিন্ন সমস্যার কথা বলেন।
জবাবে ইউপি চেয়ারম্যান আশরাফ খান বলেন করোনার জন্য আমাদের ইউনিয়নে অনেক কাজ পিছিয়ে গিয়েছে আমরা অনেক উন্নয়নমূলক কাজ করেছি বাকি কাজগুলো দ্রুত সম্পূর্ণ করে দেব ইনশাল্লাহ।