মাধবপুরে জনৈক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ জয়নাল মিয়া (১৯) নামের এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের ঠাকুরপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। রাতেই কিশোরীর মা থানায় অভিযোগ দিলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক জয়নাল মিয়া ওই গ্রামের মধু মিয়ার ছেলে। সে একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতো বলে জানা গেছে।
পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের জনৈক স্কুলছাত্রী দুপুরে খেলার জন্য তার বান্ধবী রূপালীকে ডাকতে যায় পাশের ঘরে। বান্ধবীকে না পেয়ে ফেরার সময় ডাক দেয় ঘরের ভেতরে থাকা জয়নাল। এসময় পানি আনার জন্য জয়নাল জগ বাড়িয়ে দেয়। টিউবওয়েল থেকে পানি নিয়ে ঘরে প্রবেশ করার সাথে সাথে জয়নাল ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপর মুখ চেপে চেতনানাশক ঔষধ খাইয়ে তাকে ধর্ষণ করে। ২ থেকে ৩ ঘন্টা পর জ্ঞান ফিরে আসলে বিষয়টি মাকে খুলে বলে ভিক্টিম। পরে মা অভিযুক্তদের পরিবারকে জানালে বিষয়টি কাউকে না বলার জন্য চাপ দেয় অভিযুক্তের পরিবার। কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হয়।
মাধবপুর থানার (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে রাতভর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছি। ভিক্টিমকে মেডিকেল পরিক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিক্টিমের মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।