সম্মানিত অ্যাডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপস্), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়ের সভাপতিত্বে অদ্য ৩১.০৭.২০২৩ খ্রিঃ বেলা আনুমানিক ১১টার সমশ আইজিপি মহোদয়ের মিনি কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ থেকে উক্ত ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। ভার্চুয়ালি মিটিংয়ে জুন ২০২৩ মাসের অপরাধ বিষয়ক পর্যালোচনা, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ, অপরাধ পরিসংখ্যান, অপরাধ সংগঠিত হবার কারণ, রহস্য উদঘাটন, মালামাল উদ্ধার, আসামি গ্রেফতার এবং প্রচলিত অপরাধ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
ভিডিও কনফারেন্সে এ সময় আরও উপস্থিত ছিলেন আনিসুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা, আবদুল আলীম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।