১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।
শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় তাদেরকে গোয়ালাবাজার এলাকার থেকে আটক করা হয়।
আটকৃতরা হলেন,সিলেট বিশ্বনাথ এলাকার দেওকলস গ্রামের মৃত মুহিবুর রহমানের ছেলে সায়েক মিয়া (৪০) ও ভারতের আগরতলা এলাকার জয়পুর গ্রামের পিয়ারী মোহন বর্মন এর ছেলে কৃষ্ণ বর্মন ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক অমল কুমার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় ইয়াবার একটি বড় চালান শেরপুর হয়ে সিলেট যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শেরপুর এলাকায় অভিযান করলে মাদক ব্যবসায়ীরা টের পেয়ে একটি গাড়িযোগে সিলেটের দিকে রওয়ানা দেয় এসময় তাদের পিছু নিয়ে গোয়ালাবাজার এলাকায় একটি মিষ্টির দোকান থেকে তাদেরকে ১০ হাজার পিচ ইয়াবাসহ হাতানাতে আটক করা হয়।
তিনি আরও জানান, মাদক ব্যবসায়িদেরকে সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ জাতীয় আরো খবর ....