রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীনের নানা অপকর্মে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। হামলা জমি দখল, ধান লুট, মামলা দিয়ে হয়রানি ও অর্থ আদায়সহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে ইউপি চেয়ারম্যান জালাল।
এমনকি আদালতের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও এক নারীর ২৮ বিঘা জমির প্রায় ৫৫০ মন ধান লুট করে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় এই ভূমিদস্যু চেয়ারম্যান।
এলাকার জমি দখল করতে ভূমিদস্যূ সিন্ডিকেটসহ ক্যাডার বাহিনী গড়ে তুলেছেন তিনি। ফলে তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়না। তার বিরুদ্ধে কথা বলে তাকে মেরে ফেলার হুমকি দেন এই ইউপি চেয়ারম্যান।
আওয়ামী লীগের রাজনীতি করার কোন ইতিহাস না থাকলেও স্থানীয় এমপির মাধ্যমে নৌকার টিকিট বাগিয়ে ২০২১ সালে ১১ নভেম্বর পাকড়ী ইউনিয়নের চেয়ারম্যান হন জালাল উদ্দীন। এর আগে তিনি ওই ইউপির ৬ নং ওয়ার্ডের সদস্য ছিলেন। জনপ্রতিনিধি ছাড়াও জালাল উদ্দীন ব্রাহ্মনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
চেয়ারম্যান হওয়ার পর পরই জালাল উদ্দীনের নজর পড়ে পাকড়ী ইউনিয়নের হাজী মানিকুল্লাহ্ ওয়াক্ফ এস্টেটের জমির উপর। এই জমির দখল নিতে চেয়ারম্যান তার ভূমিদস্যু সিন্ডিকেট ও ক্যাডার বাহিনী নিয়ে চারবার হামলা চালায় কৃষকদের উপর।
সর্বশেষ গত ১০ জুলাই জমি দখল করতে গিয়ে চেয়ারম্যানের ক্যাডার বাহিনী কৃষকদের উপর হামলা করে চারজনকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পৃথক দুইটি হত্যা মামলা হয়। যার একটিতে ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীনকে প্রধান আসামী করা হয়েছে।
৪টি ঘটনার মামলায় চেয়ারম্যান জালাল উদ্দীন আসামী হন। এর মধ্যে একটি মামলার তদন্ত শেষে চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় বেশকিছুদিন কারাগারে ছিলেন তিনি। বাকি মামলাগুলো এখন তদন্তাধীন।
ঘটনার বিবরণে জানা যায়, পাকড়ী ইউনিয়নের ইয়াজপুর এলাকার হাজী মানিকুল্লাহ্ ওয়াক্ফ এস্টেটের মোতওয়াল্লী আসিকুল ইসলাম চাঁদে কাছ থেকে এস্টেটের ৫১ বিঘা সম্পত্তি লিজ নেয় ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আজাহার আলী। গত বছরের ২৭ জানুয়ারি নোটারি পাবলিকের কার্যালয়ের মাধ্যমে তাদের মধ্যে লিজ চুক্তিনামা সাক্ষর হয়। লিজের মেয়াদ ২০২১ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত। চুক্তি অনুযায়ী প্রতি বছর বিঘা প্রতি ৬ হাজার টাকা দিতে হবে আজাহার আলীকে। চুক্তি অনুযায়ী এক বছরের লিজের ৩ লক্ষ ৬ হাজার টাকা পরিষদ করে।