হবিগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ সচিব দেবী চন্দ কে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ রবিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
এদিকে হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক ইশরাত জাহান কে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ সচিব পদে বদলী করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
হবিগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক দেবী চন্দের নিয়োগের খবর হবিগঞ্জের খবর ফেসবুক পেইজে প্রকাশিত হওয়ার পর পরই তাকে স্বাগত জানিয়েছেন অনেকে। এদিকে, হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক ইশরাত জাহানের জনকল্যাণ মূলক স্মৃতিও তুলে ধরতে দেখা গেছে অনেককে।