সিরাজদিখান চিত্রকোট ইউপির মরিচা ব্রীজের ঢালে সন্ত্রাসী হামলায় গুরুতর যখম হয়েছেন শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ২নং ওয়ার্ড মোহাম্মদ আলীর ছেলে আরিফ হোসেন কনক(৩৬) । ঈদের পর দিন তার স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে বাড়ৈখালী হতে অটো যোগে কেরানীগন্জ রুহিতপুর ,লাকির চর তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে মরিচা ব্রীজের ঢালে পৌছলে শীর্ষ কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য অন্তর,সাজ্জাদসহ ৬/৭ জনের একটি গুপ তাকে ইজি বাইক হতে টেনে হেচরে নামিয়ে লোহার রড,হাতুর ও পিটিয়ে মারাত্বক আহত করেন।এ সময় স্ত্রী ও শিশু বাচ্চাদের চিৎকার চেচামেচিতে সন্ত্রাসীরা রকাক্ত অবস্হায় কনক কে ফেলে চলে গেলে পুলিশ এসে তাকে উদ্ধার করেন।সিরাজদিখান সরকারী হাসপাতাল হতে চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হয়। এখনও মামলা হয়নি। মরিচার স্হানীয় সাবেক মেম্বার মোঃ আজিম বিষয়টি সমাধানের জন্য চেস্টা চালাচ্ছেন বলে জানা গেছে।
এ ব্যপারে গুরুতর আহত কনকের পারিবারিক সুত্র হতে জানা গেছে,আগামী সোমবার বিষয়টি নিয়ে উভয় পক্ষ বসে সমাধান করা না গেলে আমরা মামলা করবো। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।অনেকের ধারনা এলাকার কারও ইন্দনে এমন ঘটনা ঘটেছে।