মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে সেপটি ট্যাংকিতে পড়ে ভাই বোনের মৃত্যু হয়েছে।
রোববার (২ জুলাই) সকাল দশটার দিকে হাজীপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন. কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে জাহাঙ্গীর মিয়ার ছেলে হাসান (৪) ও তাইবা (২)।
টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক জানান, বাড়ির পাশে সকালে তারা খেলা করছিল হঠাৎ তাদেরকে খোঁজাখুজি করে পাওয়া যাচ্ছিল না পড়ে দেখা যায় বাড়ির পেছনে সেফটি ট্যাংকির ভিতর । পরে তাদেরকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি আব্দুছ সালেক বিষয়টি নিশ্চত করে জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মা,বাবা তাদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।