মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীর্ষ সন্ত্রাসী ব্লেড রবি (৩০)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।
সোমবার (২৬ জুন) ভোরে মৌলভীবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
ব্লেড রবি ব্রাহ্মণবাড়িয়া জেলার ফতেপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবত শ্রীমঙ্গলে বসবাস করে আসছে ।
জানা যায়, রোবাবার দিনগত রাতে ব্লেড রবিকে শ্রীমঙ্গল উপজেলার শাহিভাগ এলাকার রেললাইনের পাশে অজ্ঞত লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স হতে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয় সোমবার চিকিৎসাধিন অবস্থায় সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে শ্রীমঙ্গলসহ জেলার বিভিন্ন থানায় ১৭ টি মামলা রয়েছে সে পেশায় একজন ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী।