২৬ জুন বন্দর আলোচিত মেরাজ হত্যার ষড়যন্ত্র মূলক মামলা থেকে জামিনে মুক্তি পেলেন নাসিক ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন আহমেদ।
উল্লেখ্য যে গত ৩ এপ্রিল বন্দর উপজেলা সালেহ নগর এলাকায় খান মাসুদের দুই গ্রুপের আধিপত্য বিস্তার কেন্দ্র করে স্টার্ন রাজুর সহযোগী কুখ্যাত সন্ত্রাসী মেরাজ হত্যা মামলায় পরিকল্পনা করে সাজিয়ে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন আহমেদ’কে মিথ্যা হয়রানি করার জন্য ষড়যন্ত্র মূলক মামলায় আসামি করে।
এ বিষয়ে এলাকাবাসী কাউন্সিলরের পক্ষে
দফায় দফায় সংবাদ সম্মেলন করলেও বন্দর ঘাট,আমিন আবাসিক এলাকা, র্যালী আবাসিক এলাকা, রুপালী আবাসিক এলাকা, সালেহ নগর,নুর বগ, শাহী মসজিদ সহ আশেপাশে বিস্তরজুরে খান মাসুদ বাহিনীর প্রভাবে তেমন কোন রেজাল্ট আসেনি।
কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে কাউন্সিলর শাহিন আহমেদ বলেন আমর প্রতি অন্যায় অবিচার করা হয়েছে একজন কুখ্যাত সন্ত্রাসী নিজেরাই আধিপত্য বিস্তার করতে গিয়ে মারা গেছে আর সেই মামলায় আমি বিনা অপরাধে শাস্তি ভোগ করলাম এর বিচার একদিন আল্লাহ করবেন।