এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া উনার বাড়িতে আছেন, জামিন নিতে হলে লিভ পিটিশনের শুনানী করলে হয়তো কনসিডার করা যেতে পারে, তবে তার আইনজীবীরা সেটা শুনানী করছেন না, তারা জানেন সেটা খারিজ হবে, উনার বিরুদ্ধে সুনির্দিষ্ঠ অভিযোগ প্রমাণীত।
রোববার ২৫ জুন রাতে পৌর জনমিলন কেন্দ্রে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এটর্নি জেনারেল আমিন উদ্দিন এসব কথা বলেন।
পৌর মেয়র ফজলুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রমাকান্ত দে, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, বড়লেখা পৌর সভার মেয়র আবু ইমাম চৌধুরী কামরান, সিলেট জেলা জজ আদালতের পিপি এডভোকেট মো: নিজাম উদ্দিন সহ অন্যন্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শান্তিপদ ঘোষ, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চন্নু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা: ছাব্বির হোসেন খান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, সাবেক পৌর কাউন্সিলর এডভোকেট আশু রঞ্জন দাস, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌর সভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সারথি পাল। পূরো অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ।
এছাড়াও, শিক্ষক, আইনজীবী, ডাক্তারসহ নানা পেশার মানুষ বক্তব্য রাখেন। এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের বাড়ি কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে। পরে এটর্নি জেনারেল পৌর মেয়রের দেয়া নৈশভোজে অংশ নেন।
এ জাতীয় আরো খবর ....