চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দীর্ঘ ৪৫ বছর ধরে পত্রিকার খবর বিক্রি করা হকার মুহাম্মদ ইউসুফ (৬৫) আর বেঁচে নেই। দীর্ঘদিন জন্ডিস ও লিভারে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় সর্বশেষ রামু থেকে এক ডাক্তারকে দেখিয়ে বাঁশখালী আসার পথে মারা যান বলে নিশ্চিত করেন চাম্বলস্থ বেসরকারী এক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করেন তার বড় ছেলে মো. সোহেল।
মৃতের বড় ছেলে সোহেল জানান, বুধবার (২১ জুন) বাবাকে চিকিৎসা করতে রামুর এক ডাক্তারের কাছে নিয়ে যান। বাড়িতে চলে আসার পথে বিকেল ৪টার সময় গাড়িতে তিনি আরো বেশী অসুস্থ হয়ে পড়েন। পরে বেসরকারি এক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মো. ইউসূফ উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ড এলাকার উজিত্যা পাড়ার গুরা বাইশ্যার পুত্র।
উল্লেখ্য, তিনি একেবারে তরতাজা তরুণ থাকতে পত্রিকা বিলির কাজ শুরু করেন ১৯৮১ সাল থেকে। জীবনের পড়ন্ত বেলায় এসে দেখেন, পত্রিকা বিলি করার এই কাজে ৪৫ বছর পার হয়ে গেছে তার। উপজেলা পরিষদের সামনে তিনি পত্রিকা নিয়ে বসতেন। পরে সাইকেলে করে ফেরি করেন পত্রিকা। বাঁশখালীর বিভিন্ন পয়েন্টে পত্রিকার খবর নিয়ে ছুটে চলেন তিনি। ঘুম থেকে সকাল ৬টায় উঠেই তিনি পত্রিকার এজেন্ট ও স্থানীয় পত্রিকার সার্কুলেশন ম্যানেজারদের কাছে যান। এরপর তাদের কাছ থেকে পত্রিকা নেন। পত্রিকা নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় সাইকেলের প্যাডেল মেরে শুরু হয় তার ছুটে চলা। অলিতেগলিতে পত্রিকা বিক্রি শুরু করেন। এখন থেকে তাকে আর পত্রিকা ফেরি করতে দেখা যাবে না।
মৃত্যুকালে সংসারে দুই ছেলে রয়েছে। স্ত্রী দুই বছর আগে শ্বাসকষ্টে মারা গেছেন।