ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ঈদের নামাজের পর কোলাকুলি করছেন। এ সময় তারা পরস্পরের কুশল বিনিময় করেন। আওয়ামী লীগ ও বিএনপি নেতার কোলাকুলির ঘটনা এখন ভাইরাল। এই আনন্দঘন মুহূর্তে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদ পরবর্তী তাদের এই সৌহাদর্যপূর্ণ অবস্থান কালীগঞ্জে ভালোবাসা ও সেতুবন্ধনের এক নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরীর ইঙ্গিত বহন করে।