গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে রুবেল কুমার নাথ (৪০) নামে একজন কে গ্রেপ্তার পূর্বক ২টি আগ্নেয়াস্ত্রসহ ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় জাকেরুল ইসলাম (৪৬) নামে আরেকজন পালিয়ে গেছেন বলে জানা যায়।
বৃহস্পতিবার (১৫ জুন) রাত ১টার সময় চাম্বল ইউনিয়ন এর ৭ নম্বর ওয়ার্ড গজারহাট বাজারের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামী রুবেল কুমার নাথ চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত প্রেম হরিনাথের পুত্র। এ ঘটনায় পলাতক অপরজন শীলকূপ ইউনিয়নের পেচু মিয়ার পুত্র জাকেরুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দীন পিপিএম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরি বন্দুক এবং ১টি এলজি ও ২রাউন্ড কার্তুজসহ রুবেল কুমার নাথ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের একটি টিম। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলেও জানান তিনি।’