চট্টগ্রামের বাঁশখালী রুটে গোপন সংবাদে গভীর রাতে ইয়াবা পাচারের খবর পেয়ে চৌকি তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশের চৌকস একটি টিম।
বুধবার (১৪ জুন) রাত দেড়টার সময় বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউপিস্থ নাপোড়া বাজার লেদু মিয়ার লিজা কমিউনিটি সেন্টারের সামনে বাঁশখালী প্রধান সড়কের উপর এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- বড়গুনা জেলার বরগুনা সদর থানার মো. সোলায়মান (২১), কক্সবাজার রামু থানাধিন কাজল ধর (৩৫)।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, গোপন সংবাদে খবর পেয়ে এসআই হাফিজের সঙ্গীয় ফোর্সসহ চৌকি তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদকপাচারকারীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে বলে জানান তিনি।