1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন মৌলভীবাজারে বিএনপি নেতা গাজী মারুফের জানাজা সম্পন্ন  গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল নারী নির্যাতন: ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার ‎গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে কম্বল পেলেন ৩শ দুস্থ অসহায় মানুষ বিএনপি  যোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলে কর্মী সভা গাইবান্ধায় মাদক বিরোধী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত গাইবান্ধার পলাশবাড়ীতে আখ চাষিরা গুড় তৈরিতে ব্যস্ত মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য  মারুফ’র মৃত্যুতে মহাসচিব এর শোকবার্তা চুয়াডাঙ্গা জেলা কারাগার মাসিক পরিদর্শন মৌলভীবাজারে  পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২

রাজশাহীর বাঘায় চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষনের স্বিকার

কাজী এনায়েত রাজশাহী:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১১৭ বার নিউজটি পড়া হয়েছে

 

রাজশাহীর বাঘায় ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাঘা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের চাচা বাদী হয়ে মঙ্গলবার (১৩ জুন) এই মামলা দায়ের করেন।

বুধবার (১৪ জুন) সকালে বাঘা থানার পুলিশ শারীরিক পরীক্ষার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার চতুর্থ শেণীর ছাত্রী (১১) লেখাপড়া না করায় তার চাচা বকাঝকা করে। এতে সকাল ১০টার দিকে সে মন খারাপ করে পাশের আম বাগানে বসে ছিল। এ সময় বাঘা উপজেলার পদ্মার মধ্যে চক-রাজাপুর ইউনিয়নের দাদুপুরের উদপুর চরের মোজাম আলীর ছেলে শিমুল হোসেন (৩৫) আম বাগানের পাশ দিয়ে যাচ্ছিল। তার মন খারাপ দেখে তার কাছে যায়, পরে বাড়িতে পৌছে দেওয়ার নাম করে সূকৌশলে পাশে পাট ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ওই ছাত্রী বাড়িতে গিয়ে এই ঘটনা তার পরিবারকে জানায়। ছাত্রীর পরিবার শিমুলের পরিবারকে অবগত করলে পাত্তা না দিয়ে উত্তেজিত হয়ে গালিগালাজ করে। বিষয়টি স্থানীয়দের জানালে, তারা আইনী আশ্রয়ের পরামর্শ দেয়। ছাত্রীর পরিবার নিরুপায় হয়ে বাঘা থানায় মামলা দায়ের করে।

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তারা অত্যান্ত গরীব মানুষ। চাচার কাছে রেখে মেয়ের বাবা ঢাকায় এবং মা সৌদি আরবে থাকেন। মেয়েটি খুবই মেধাবী। স্কুলটি দুই শিফটে পরিচালিত হয়। দ্বিতীয় শিফটে তার স্কুলে আসার কথা ছিল। কিন্তু মঙ্গলবার ওই ঘটনার কারনে সে স্কুলে আসেনি। মেয়েটি আমার স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

ভিকটিম ছাত্রীর চাচা বলেন, মেয়েকে আমার কাছে রেখে ভাই ঢাকায় রিক্সা চালায় আর ভাইবৌ সৌদি আরবে থাকেন। মেয়ে লেখাপড়া না করায় একটু বকা দিয়েছিলাম। আমার অজান্তে রাগ করে পাশে এক আম বাগানে গিয়ে বসে ছিল। এ সময় শিমুল তাকে কৌশলে পাট ক্ষেতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে বিভিন্নস্থানে ঘুরে বিচার না পেয়ে নিরুপায় হয়ে থানায় মামলা দায়ের করেছি।

এদিকে শিমুল হোসেনের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। শিমুলের বাড়ি তালাবদ্ধ অবস্থায় দেখা দেখা যায়। বাড়িতে কাউকে পাওয়া যায়নি। শিমুল দুই সন্তানের জনক। পেশায় একজন রাজমিস্ত্রীর শ্রমিক।

এ বিষয়ে চক-রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি,এম মনোয়ার দেওয়ান বাবুল বলেন, শিমুলের স্ত্রী সকালে কোলে দুটি সন্তান নিয়ে আমার কাছে এসেছিল। যেহেতু মামলা হয়েছে, আইনী ভাবে মোকাবেলা করতে হবে বলে পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে বাঘা থানার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য স্কুল ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসিতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

রাজশাহীর বাঘায় এগারো বছর বয়সের চতুর্থ শেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ছাত্রীর চাচা সাইদুর রহমান বাদি হয়ে মঙ্গলবার (১৩ জুন) রাতে মামলাটি দায়ের করেছেন। বুধবার (১৪ জুন) সকালে বাঘা থানার পুলিশ শারীর পরীক্ষার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ধর্ষনের ঘটনাটি ঘটেছে উপজেলার পদ্মার চরাঞ্চলের চবরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামে।

জানা গেছে, স্কুলে যেতে না চাওয়ায় মঙ্গলবার সকালের দিকে ছাত্রীকে বকাঝকা করেন চাচা সাইদুর রহমান। এতে মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে চকরাজাপুর বাজারে যাতায়াতের পাকা রাস্তা দিয়ে যাচ্ছিল ওই ছাত্রী। পথি মধ্যে অপরদিক থেকে মোটরবাইকে আসা ৩জন ছাত্রীকে একা দেখে কথা বার্তা বলার এক পর্যায়ে তাকে উদপুর গ্রামের আমানের খালের পাশের পাট ক্ষেতে নিয়ে গিয়ে শিমুল হোসেনে (৩৫) নামের একজন ধর্ষন করে। অপর ২জন- পারভেজ আলী(২৩) ও রকি আহমেদ পাহারা দিচ্ছিল। শিমুল হোসেন পলাশি ফতেপুর গ্রামের মোজাম হোসেনের ছেলে। পারভেজ আব্দুল রহিমের ও রকি আহমেদ আসলাম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ছাত্রীর মা আমেরজান বিবি সৌদি প্রবাসি। পিতা জাহিদুল ইসলাম ঢাকায় রিকসা চালান। ওই ছাত্রী ও তার ছোট ভাই দাদার কাছে থেকে লেখা পড়া করে। মামলার বাদি সাইদুর রহমান জানান,ছাত্রীর মুখে বিষয়টি জানার পর এলাকার লোকজন তাদের ধাওয়া করে। এর পর তারা আত্নগোপনে চলে যায়। পরে মঙ্গলবার (১৩ জুন) রাতে শিমুল হোসেনকে প্রধান আসামী করে ৩জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

ওই ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান জানান, দ্বিতীয় সিপটের ১২ টার ক্লাশে তার স্কুলে আসার কথা ছিল। কিন্তু মঙ্গলবার ১০ টার দিকে ঘটনার কারনে স্কুলে আসেনি বলে জানেন।

চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম বাবুল মনোয়ার বলেন, দুই সন্তানের জনক শিমুলসহ অপর ২জন পারভেজ ও রকি আহমেদ দিনমজুর। রাজ মিস্ত্রী থেকে যখন যে কাজ পান করেন। আইনের মাধ্যমে ভ’ক্তভ’গি বিচার এবং দোষীরা সাজা পাক, সেটা চাই।

এলাকায় গিয়ে মামলায় অভিযুক্তদের পাওয়া যায়নি। শিমুলের বাড়ি তালাবদ্ধ। তার মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়।

রকির পিতা আসলাম ব্যাপারি জানান, তার ছেলে শিমুল হোসেনের সাথে কাজ করে। সেই সুবাদে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে জেনেছেন বিষয়টি নিয়ে মামলা হয়েছে ।

এ ব্যাপারে বাঘা থানার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারের অভিযান চলছে। ছাত্রীর শারিরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। দুইদিন পর আদালতে তোলা হবে। পরবর্তীতে মেডিকেল রিপোর্ট অনুযায়ী তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel