সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২ সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১৪ জুন ২০২৩ খ্রিঃ দুপুর ১২.৩০ ঘটিকায় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর নিউ রুপালী হোটেলের সামনে পাকা রাস্তার উপর রাজশাহী হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৩৮ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের ৯,০০০/- (নয় হাজার) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ রেজাউল করিম (৫২), পিতা-মৃত- মকবুল হোসেন, সাং-দিয়ার মানিকচর, পোঃ আসারীয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।