সিরাজগঞ্জে অনৈতিক কাজের সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাতেনাতে আটক, জনতার গণধোলাই!
এক তরুণীর সাথে অনৈতিক কাজের সময় হাতেনাতে আটকের পর সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মজনু মিয়াকে স্থানীয় জনতা ধোলাই দিয়েছে বলে জানা গেছে। সংবাদ পেয়ে ইউএনও আনসার সদস্যদের পাঠিয়ে পিআইওকে উদ্ধার করেন। তবে এখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে তোলপাড় চলছে।
নাম প্রকাশ না শর্তে স্থানীয়রা জানান, উপজেলা সদরের খাসকাউলিয়া ইউপির কুড়কী আশ্রয়ন প্রকল্পে দরিদ্র আরব আলীর পরিবারকে একটি ঘর পেতে সহায়তা করেছেন পিআইও মজুন মিয়া।
এর পর থেকে ওই পরিবারের সাথে তার সখ্য গড়ে ওঠে। প্রায়ই গভীর রাতে ওই বাড়িতে গিয়ে পরিবারের ১৭ বছর বয়সী এক তরুণীর সাথে আড্ডায় মেতে উঠতেন তিনি। এ নিয়ে এলাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয় ও সমালোচনা চলতে থাকে। এ অবস্থায় গত মঙ্গলবার রাতে স্থানীয় জনতা পিআইও মজনু মিয়াকে ওই তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক করে বেঁধে রেখে মারধর করে।
এরপর উপজেলা প্রশাসনে সংবাদ দেওয়া হলে আনসার সদস্য পাঠিয়ে তাকে উদ্ধার করেন ইউএনও।,
এ বিষয়ে স্থানীয় খাসকাউলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম গণি মোল্লা বলেন, পিআইও মজনু মিয়া প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে এর আগেও বেশ কয়েকজন নারীর সম্ভ্রমহানি করেছেন। এবার আরব আলীর বাড়িতে গিয়ে ধরা পড়েছিলেন। ইউএনও তাকে ছাড়িয়ে এনেছেন।,
দুই দিন পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা অভিযুক্ত পিআইওর শাস্তি চাই।’
এ বিষয়ে জানতে চাইলে তথ্য নিতে হলে এ বিষয় লিখিতভাবে আবেদন করার পরামর্শ দিয়ে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন চৌহালী উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। অভিযুক্ত চৌহালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মজনু মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।,
এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আখতারুজ্জামান বৃহস্পতিবার বিকেলে বলেন, বিষয়টি আমাকে কেউ অবগত করেনি।