২৮ মে রবিবার মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও কুলাউড়া সরকারি কলেজের উন্নয়নমূলক কাজ পরিদর্শন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু ।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম
কুলাউড়া উপজেলা সহকারী ভূমি কমিশনার মেহেদী হাসান, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান, উপস্থিত ছিলেন, কলেজের সকল শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বরমচাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজ খান জয়চন্ডী ইউনিয়নের ইউপি সদস্য বিমল দেবসহ আরো অনেকেই।