” বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু” এই স্লোগানকে সামনে ধরে আজ ২৮ মে ২০২৩ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, মানিকগঞ্জ কর্তৃক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এবং এ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক, মানিকগঞ্জ জনাব মুহাম্মদ আব্দুল লতিফ এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জনাব শুক্লা সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম (বার), পুলিশ সুপার, মানিকগঞ্জ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন এ্যাডভোকেট, চেয়ারম্যান, জেলা পরিষদ, মানিকগঞ্জ ও সভাপতি, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সালাম এ্যাডভোকেট, বিজ্ঞ পিপি, মানিকগঞ্জ ও সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ, জনাব দূর রে শাহওয়াজ, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, মানিকগঞ্জ, সুলতানুল আজম খান আপেল, যুগ্ম সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা মমিন উদ্দীন খান, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ছবি সংবলিত স্মারক ডাকটিকেট উন্মোচন করা হয়।