র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৮ মে ২০২৩ তারিখ র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, হত্যা, অস্ত্র, সিঁধেল চুরিসহ ৪টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী খুলনা মহানগরীর রূপসা থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ খুলনা মহানগরীর রূপসা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সিদ্দিকুর রহমান গাজী(৩৮), থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত আসামীর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, নাশকতা ও সিঁধেল চুরিসহ ১০টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।