আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল দশটার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ মঞ্চে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। তিনি বলেন কাজী নজরুল ইসলাম ছিলেন বিস্ময়কর প্রতিভার অধিকারী। তিনি বাংলা কাব্য ও সাহিত্যের প্রচন্ড বিপ্লব ঘটিয়েছিলেন। দেশে স্বাধীনতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য অত্যাচারী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তিনি কলমকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছিলেন। তার কবিতা, গান, নাদ, গজল, গল্প এবং উপন্যাস প্রতিটি বাঙালির মনকে করে তুলেছিল জাগরিত। তিনি ছিলেন একাধারে শ্রমিক, সৈনিক, কবি, সাহিত্যিক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং একজন খাঁটি দেশ প্রেমিক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজম, সহকারী অধ্যাপক আসিফ জাহান, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, সহকারী শিক্ষা অফিসার বখতিয়ার উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা। আলোচনা সভার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা পাঠের আয়োজন করা হয়। সংগীত পরিবেশন করেন মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পী বৃন্দ ও কবিতা পাঠ করেন বিশিষ্ট সাহিত্যিক কবি খন্দকার হামিদুল ইসলাম আজম, সহকারি অধ্যাপক কবি আসিফ জাহান, কবি গোলাম রহমান চৌধুরী সহ স্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ।