রাজশাহী জেলার পুঠিয়ায় এক যুবকের মসজিদ থেকে ঝুলন্ত লাঁশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রামের মসজিদ থেকে তাঁর ঝুলন্ত লাঁশ উদ্ধার করা হয়। পুঠিয়াপূর্ব নয়াপাড়া গ্রামের জামে মসজিদেই এ ঘটনা ঘটে। শনিবার বিকেলে পারিবারিক গোরস্থানে তার লাঁশ দাফন করা হয়। নিহতের নাম, বুলবুল আহমেদ (২৬)।
এ ঘটনায় বুলবুলের পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। বুলবুল রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের পূর্ব নয়াপাড়া গ্রামের রাজমিস্ত্রি সাহেব আলীর একমাত্র ছেলে।
বুলবুলের মা সানোয়ারা বেগম বলেন, বুলবুলের বাবা দীর্ঘদিন থেকে অসুস্থ। সংসার চালাতে তিনি অসুস্থ শরীর নিয়েই কাজ করেন। মাঝেমধ্যে বুলবুল তার বাবাকে বলত, আর কিছুদিনের মধ্যে সে বড় অফিসার হবে। তারপর আর বাবাকে কাজ করতে দেবে না। সে গতকাল বিসিএস পরীক্ষা দিয়ে বাড়ি আসে। রাতে সকলে একসঙ্গে খেয়েছি। ভোরে সে ঘুম থেকে উঠে বাড়ির পাশে মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরে। এরপর আবার পাড়ায় ঘুরতে যায়। এর মধ্যে আমি সকালের তার জন্য নাশতা রেডি করেছি। পরে তাকে খুঁজতে গিয়ে দেখি মসজিদের ভেতরে বুলবুলের লাশ ঝুলছে।
বাবা সাহেব আলী বলেন, ‘আমার এক মেয়ে ও এক ছেলে। অনেক কষ্টে মেয়ের বিয়ে দিয়েছি। আর একমাত্র ভরসা ছিল ছেলে বুলবুল। সেও আমাদের ছেড়ে চলে গেল। আমার ছেলের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। গ্রামের সবাই তাকে অনেক ভালোবাসেন। কী কারণে এমন হলো, কিছুই বলতে পারছি না।
এ বিষয়ে পুঠিয়া থানার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন জানান, খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ‘আত্মহত্যা’র আলামত পাওয়ায় গেছে। তবে তাঁর পরিবারের অনুরোধে লাশের ময়না
তদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।