প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশ গ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রেস কাউন্সিল আইন ১৯৭৪, আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
সোমবার (১৬ মে) সকালে সার্কিট হাউজে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি মো. নিজামুল হক।
প্রেস কাউন্সিলের সুপারিন্টেন্ডেন্ট শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- প্রেস কাউন্সিলের সচিব মো. মাসুদ খান।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম।
মতবিনিময় সভায় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।