সিরাজগঞ্জের উল্লাপাড়ার দত্তবাড়ী এলংজানি গ্রামে খাস পুকুরে থেকে মাছ মারা নিয়ে সংঘর্ষে ২ জনের মৃত্যুর ঘটনায়-গন হারে মামলা করায়,পুরুষ শুণ্য হয়ে পরে ২৭ টি পরিবার। পরিবাবের পুরুষ মানুষ না থাকায় জমিতে থাকা পাঁকা ধান কেটে নেয়া সহ তাদের বাড়ী ঘরে ভাংচুর ও লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন- ভুক্ত-ভোগী সামছুল আলম (৬৫)।
রবিবার দুপুর ২টার সময় উল্লাপাড়ায় তার আত্মীয় বাড়ীতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এ ঘটনায় সিরাজগঞ্জে দ্রুত বিচার আদালতে-উল্লাপাড়ার দত্তবাড়ী এলংজানি গ্রামের শাহজাহান আলীর ছেলে গোলাম মোস্তফা সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্ত ভোগী সামছুল আলম।
উলেখ্য; গত রোজার ঈদের পরের দিন সন্ধায় দত্তবাড়ী এলংজানি গ্রামে খাস পুকুরে থেকে মাছ মারা নিয়ে দু-পক্ষের সংঘর্ষে,ঘটনা স্থলেই ২জনের মৃত্যু সহ অন্তত ৩০ জন আহত হয়। এতে দু-পক্ষই মামলা দায়ের করেছে।
২ জনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠ্য তদন্তের মাধ্যমে প্রকৃত আপরাধীদের আইনের আওতায় আনার পাশা পাশি-নিরাপরাধদের জান মালের নিরাপত্তার দাবী সহ হয়রানী বন্ধে প্রসাশনের হস্থক্ষেপ কামনা করেন।
এ জাতীয় আরো খবর ....