দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড গোরস্থানপাড়ার মো: শামসুদ্দিন এর কন্যা শারমিন আক্তার ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, মুন্সিগঞ্জের সিরাজদীখান নিমতলা বাজারের জনৈক আউয়াল মীরের ছেলে শাহিন আলমের সাথে শারমিনের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর হতে শাহিনের আচার-আচরণ সন্তোষজনক না হওয়ায় শারমিন তার পিত্রালয়ে এসে বসবাস করতে থাকে। শাহিন বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করায় শারমিনকে সেখানে নিয়ে যেতে চাপ সৃষ্টির একপর্যায়ে মতামত না দেয়ায় শারমিন রহমান নাম ও ছবি সম্বলিত ভূয়া ফেসবুক আইডি খুলে গত ১৭ মার্চ ২০২৩ ইং থেকে বিভিন্ন সময়ে শারমিন ও তার পরিবারের সদস্যদের ছবি দিয়ে অভিযুক্ত শাহিন নানান ধরনের অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে ক্যাপশন, একের পর এক মিথ্যা বক্তব্য প্রদান করে পরিবার ও সমাজে হেয়প্রতিপন্ন করতে অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। বিধায় আইনগত ব্যবস্থা নিতে শারমিন আক্তার বাদী হয়ে বিবাদী শাহিন আলমের বিরুদ্ধে ১১ ই এপ্রিল২০২৩ ইং অভিযোগ এনে বীরগঞ্জ থানায় ৫৪৬ নং সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করেন। বিশ্বস্ত সুত্র মতে প্রকাশ থাকে , প্রতারক শাহিন আলম মালয়েশিয়ায় অবস্থান করার সুবাদে প্রেমের ফাঁদে ফেলে একাধিক নারীর সংসার নষ্ট করা সহ বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে সাধারণ মানুষের অর্থ আত্মসাত করতে নানান ধরনের তালবাহানা করে বহু সময় কালক্ষেপণ করে চলেছে এবং শারমিনের পরিবারের পক্ষ থেকে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিনিয়তই শারমিনের পরিবারকে জড়িয়ে পরিকল্পিতভাবে মিথ্যা,বানোয়াট, মনগড়া কথাবার্তা অপপ্রচার ও হুমকি ধামকি প্রদর্শন করা সহ এলাকার বখাটেদের লেলিয়ে ক্ষতি সাধন করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। এবিষয়ে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগী শারমিনের পরিবার অভিযুক্তের শাস্তির দাবি জানান।