ইফাদ, ড্যানিডা পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর মাধ্যমে বাস্তবায়িত আরএমটিপি- নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ইএসডিও, এ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যাল লি: এবং অলটেক বাংলাদেশ এর যৌথ প্রযোজনায় বৃহস্পতিবার (১১ মে) ইএসডিও এর প্রধান কার্যালয়ের মেধা অনুশীলন কেন্দ্রে গবাদি প্রাণি পুষ্টি প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড এর জেনারেল ম্যানেজার ডাঃ রিয়াজুল ইসলাম এবং অলটেক বাংলাদেশের এর প্রতিনিধি ডা: শামীম হোসেন ও ইএসডিও’র আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডাঃ বাবুল চন্দ্র বর্মন সহ ভিসিএফগন বিভিন্ন এলাকা থেকে লিড খামারীরা, পল্লী চিকিৎসক/এলএসপিগন উপস্থিত ছিলেন। এ সময় অলটেক বাংলাদেশ এর প্রতিনিধি ডাঃ শামীম হোসেন গরুর পুষ্টি বিষয়ক বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।