চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
বৃহস্পতিবার (৪ মে) ৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ তহাখানা এলাকা থেকে হেরোইনগুলো জব্দ করা হয়।
বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তবর্তী সোনামসজিদ তহাখানা এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ২টি মোটরসাইকেল আরোহী বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ও একটি বস্তা ফেলে পালিয়ে যায়। টহল দল ফেলে যাওয়া বস্তা উদ্ধারের পর তল্লাশি করে ৫ কেজি হেরোইন জব্দ করে। একই সঙ্গে জব্দ করা হয়েছে মোটরসাইকেল।
তিনি আরও বলেন, জব্দ করা এই হেরোইনের বাজার মূল্য ৫ কোটি টাকা। ২০১৫ সালে প্রতিষ্ঠার পর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের এ যাবৎকালের সর্বোচ্চ হেরোইন জব্দের ঘটনা এটি।