রাজশাহী নগরীর পদ্মা নদীতে নেমে ডুবে গিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. ফাহিম (২০)। বুধবার (২৬ এপ্রিল) দুপুর পৌনে দুই টায় দিকে মতিহার থানার থানাধীন ফুলতলায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম রাজশাহী নগরীর মতিহার থানাধীন কাজলা সুইটের মোড় এলাকার মো. মুশফিকুর রহমান ওরফে কালুর ছেলে। সে কমলা হক ডিগ্রি কলেজের এইচএসসি’র প্রথম বর্ষের ছাত্র ছিলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে চারজন যুবক পদ্মা নদীর ধারে ফুটবল খেলেছিলেন। তাদের মধ্যে দুজন পদ্মা নদীতে গোসল করতে নামে এবং অপর দুইজন পানিতে হাঁটাহাঁটি করতে থাকে। হঠাৎ করে একজন পা পিছলে তলিয়ে যায়। তখন ফাহিম তাকে উদ্ধার করতে গেলে সে নিজেই তলিয়ে যায়। পরে ফাহিমের মৃত্যু হয়।
রাজশাহী ফায়ার সার্ভিস অফিসের এক কর্মী জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিখোঁজ ফাহিমকে উদ্ধার করার জন্য ডুবুরি নামায়। দীর্ঘ এক ঘন্টা খোঁজার পরে তিনটার দিকে ফাহিমের লাঁশ উদ্ধার করতে সক্ষম হয়।