চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাঁশ উদ্ধার করেছে বিজিবি। রোববার ভোরে ধানক্ষেতে স্থানীয়রা মৃতদেহটি দেখার পর বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির সহায়তায় পুলিশ লাঁশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত গরু ব্যবসায়ীর নাম সাদিকুর রহমান সাধু (৩২)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপরচাকপাড়া গ্রামের মৃত তৈয়মুর রহমানের ছেলে। স্থানীয়দের ধারনা বিএসএফের গুলিতে সাধু মারা গেছেন। তবে বিজিবি বলছে, স্থানীয় কোন কারনণও তিনি মারা যেতে পারেন।
শাহবাজপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, সকালে কৃষকরা ক্ষেতে কাজে যাবার সময় মৃতদেহ দেখতে পেয়ে আমাকে খবর দেয়। পরে আমি গিয়ে লাঁশ দেখে বিজিবিকে খবর দেই।
তিনি বলেন, সাদিকুর রাতের কোন এক সময় ভারত সীমান্তে চোরাচালান করতে যাবার সময় বিএসএফ সদস্যদের গুলিতে নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা লাঁশ সীমান্ত থেকে নিয়ে পালিয়ে আসে। পরে তারা ধান ক্ষেতে লাঁশ রেখে চলে যায়। নিহতের গলার নিচে গুলির চিহ্ন রয়েছে। মরদেহটি সীমান্তের ১৮৩ নং মেইন পিলারের আওতাধীন এলাকায় পড়ে ছিল।
৫৯ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত থেকে ফায়ারিং রেঞ্জের অনেক দুরে (প্রায় তিনশত মিটার) বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া এলাকায় ধান ক্ষেতে মৃত দেহটি পাওয়া গেছে। এটি বিএসএফ রিলেটেড নয়। দেশের অভ্যন্তরীণ ইস্যুতে কোন কারণে সাদিকুর খুন হয়েছে। যা তদন্ত করে পুলিশ এর রহস্য বের করবে।