মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশীদ্রোন ইউনিয়নের খোশবাস গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,২৬ মার্চ রবিবার রাত সাড়ে ১০টায় উপজেলার আশীদ্রোন ইউনিয়নে আশীদ্রোন খোশবাস গ্রামে মোবাশির মিয়ার বসত ঘরে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতবাড়িতে। ঘরে থাকা লোকজন বেরিয়ে পড়লেও আগুনে পুড়ে যায় সব আসবাবপত্র।
স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত মোবাশির মিয়া জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে স্বর্নালংকার, আসবাবপত্র ও ধান, চালসহ সবই পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে আনুমানিক ৬০/৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার আবু তাহের বলেন, আমরা প্রাথমিক ধারণা করছি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত না করে বলা যাবে না ।