সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদ ও দুই লাখ সম্মান হারানো মা-বোনদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছে দুই ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
রোববার (২৬ মার্চ) সকালে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে উপজেলার বাদাঘাট উত্তর ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি পুষ্পস্তবক অর্পন করে।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব রাখাব উদ্দিন, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডাঃ হাবিবুর রহমান, তাহিরপুর উপজেলা বিএনপি নেতা, আমির শাহ্, বড়দল উত্তর ইউনিয়ন যুবদল সভাপতি আক্তার হোসেন, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও বাদাঘাট ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন হুদা, যুবদল নেতা রতন শিকদার, বাদাঘাট ইউনিয়ন যুবদল সহ-সভাপতি আবুল কালাম, বড়দল উত্তর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আব্দুল জব্বার,জয়ধর মিয়া,বড়দল উত্তর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নানু মিয়া, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য জালাল উদ্দীন, সেচ্ছাসেবক দল নেতা সাধু মিয়া, মানিক মিয়া, কৃষক দল নেতা জিলু মিয়া, খুর্শিদ মিয়া,সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এরআগে সকাল থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান।