মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাণ কোম্পানির কাভার্ড ভ্যানের ধাক্কায় সুমন রায় (২৮) নামে একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার পাওয়ার গ্রিড কোম্পানির সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর আলম।
নিহত সুমন রায় শ্রীমঙ্গল সন্ধানী এলাকার মৃত রাধাচড়ন রায়ের ছেলে।
ওসি বলেন, জুম্মার নামাজের সময়ে বাস স্ট্যান্ডের সামনে একটি কাভার্ড ভ্যান বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেলের একজন সড়কের পাশে ছিটকে পড়ে, আরেকজন ঘটনাস্থলে ট্রাকের চাকার নিচে পড়ে মারা যায়।
তিনি আরও বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এ জাতীয় আরো খবর ....