রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবতীর দিক নির্দেশনায় ওসি ডিবি আব্দুল হাই পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক আতিকুর রেজা সরকার ও এসআই মাহাবুব আলমসহ সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় গোদাগাড়ীতে হেরোইনসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য জানান রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম।
তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে গোদাগাড়ী সাহাব্দিপু গ্রামে অভিযান চালিয়ে রফিকুল ইসলামের বাড়ী থেকে ১০০ গ্রাম হেরোইনসহ ৪ জনকে হাতে নাতে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, সাং- পশ্চিম ভাটোপাড়া কদম হাজীর মোড়ের মাসুদ রানার স্ত্রী আলিয়ারা বেগম, মৃত আমির হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫১), রফিকুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম (৩০) এবং রফিকুল ইসলামের স্ত্রী শরিফা রানী (৪৫)। এরা সকলেই গোদাগাড়ি থানার বাসিন্দা।
তাদের সকলকে ১০০ গ্রাম হেরোইনসহ ও মাদকদ্রব্য হেরোইন পরিমাপ কাজে ব্যবহৃত একটি ওজন পরিমাপক যস্ত্রসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক বিরোধী অভিযান জেলা ডিবি পুলিশের অব্যহত রয়েছে।