মোঃ উজ্জ্বল আহমেদ…
নবীগঞ্জ উপজেলার শৈলা রামপুরের হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রমজান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নিজ এলাকা থেকে ওই আসামিকে নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে
গ্রেপ্তারকৃত আসামি শৈলা রামপুর গ্রামের মৃত আবু বক্করের পুত্র রমজান আলী। পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার (ওসি) মোঃ ডালিম আহমেদের দিকনির্দেশনায় ও এসআই দূর্গা কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মার্ডার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেন। রমজান আলীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত আসামি রমজান আলীকে শুক্রবার সকালে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।