উজ্জ্বল আহমেদ…
দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি সাংবাদিক হৃদয় হাসান শিশিরের উপর সন্ত্রাসী হামলা ও বসতঘরে ভাংচুরের ঘটনায় তিনজনসহ অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা দায়ের হয়েছে।
সাংবাদিক শিশিরের মা জহুরা খাতুন বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে বাদী হয়ে এ মামলাটি করেন। এই মামলায় ২৪ ঘন্টার মধ্যে মামলার ২ নাম্বার আসামি বাবলু মিয়া (৩০) কে গ্রেফতার করে পুলিশ।
সুত্রে জানা যায়,বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরান হোসেন এর দিক-নির্দেশনায় এসআই রাকিব হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত এক আসামিকে নিজ বাড়ী হতে গ্রেফতার করেন ।
গ্রেফতার হওয়া আসামি বাবলু মিয়া (৩০) উপজেলা সদরের আমিরখানী এলাকার মৃত মোঃ ইমান মিয়ার পুত্র। সে ওই মামলার ২ নাম্বার আসামি।
এ ব্যাপারে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রাকিব হোসেন বলেন,গ্রেফতার পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ শেষে আসামিকে আগামীকাল (শনিবার) আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদেরও শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন এসআই রাকিব হোসেন।
উল্লেখ্য,গত মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে জুয়ার সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন সাংবাদিক হৃদয় হাসান শিশির।